Career

দক্ষতা ও আত্নবিশ্বাস হতে পারে, বেকারত্ব দূর করার প্রধান হাতিয়ার

“জেলা আইটি উদ্যোক্তা ”

আমরা দেশজুড়ে আমাদের বর্ধিত ক্লায়েন্টদের আরও দ্রুত এবং উন্নত সেবা প্রদানের লক্ষে কাজ করছি। এরই ধারাবাহিকতায় সমগ্র দেশে আইটি সেবা বিস্তার করার লক্ষ্যে দেশের প্রত্যেকটি জেলায় জনশক্তি নিয়োগ প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করেছি।এর মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার প্রচেস্টা করছি আমরা। আপনি যদি শিক্ষিত বেকার তরুন হোন আমাদের এই উদ্যেগ এ শামিল হয়ে বেকারত্বের জীবন থেকে বেরিয়ে এসে পরিবার এর হাল ধরতে সক্ষম হবেন বলে আমরা আশা রাখি।

বিস্তারিত জানতে ও সংযুক্ত হতে সহায়তা পেতে

বিস্তারিত জানতে অথবা আপনার কোন প্রশ্ন আছে ? তাহলে কল করুন।

এ সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর-

আমাদের সাথে যুক্ত হতে প্রাথমিক বিষয় গুলি ধারনা পেতে এই অপশন থেকে প্রশ্ন ও উত্তর পড়ে নিন, যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, ধন্যবাদ

১. আবেদনকারীকে যোগ্য, সৎ, কর্মঠ এবং কাজের প্রতি নিষ্ঠাবান হতে হবে। আগামী ১০ বছরের সফটওয়্যার রিলেটেড আইটি ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে হবে।

  • নূন্যতম SSC শিক্ষিত হতে হবে।
  • *কাস্টমার সাপোর্টের জন্য কমপক্ষে ১ টি ল্যাপটপ অথবা ১ টি ডেস্কটপ, এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

১. যদি কোন “জেলা আইটি উদ্যোক্তা” স্বেচ্ছায় তার ব্যবসা নিয়মিত করতে না চায় তবে চুক্তি বাতিলের কমপক্ষে ৩ (তিন) মাস পূর্বে উপযুক্ত কারণ সহকারে জানাতে হবে।এবং কোয়ালিটি আইটি ক্রিয়েশন তিন মাসের মধ্যে নতুন জেলা আইটি উদ্যোক্তা দিবে, তার নিকট দ্বায়িত্ব হস্তান্তর করে দিতে হবে। একবার ব্যবসা অনিয়মিত করলে Quality IT Creation এর জেলা আইটি উদ্যোক্তা থাকাকালিন সময়ে বিক্রয় করা আইটি পন্য/সেবার বিক্রয় পরবর্তী সেবামূল্য হতে যে আয় তিনি করতেন তা বাতিল হয়ে যাবে। তার জায়গায় যে নতুন “জেলা আইটি উদ্যোক্তা” নিয়োগপ্রাপ্ত হবেন তিনি সেসকল সুবিধা ভোগ করবেন।

২. যদি কোন “জেলা আইটি উদ্যোক্তা” Quality IT Creation এর প্রদানকৃত ব্যবসায়িক শর্ত ভঙ্গ করে বা তাদের কোন কার্যকালাপে Quality IT Creation এর কোন প্রকারের ব্যবসায়িক ক্ষতি সাধন হয় তবে, কোয়ালিটি আইটি ক্রিয়েশন বিনা নোটিশে ব্যাক্তির সাথে চুক্তি বাতিল করতে পাববে।

৩. “জেলা আইটি উদ্যোক্তা” কে সবসময় কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায়ে রাখতে হবে। কোন কাস্টমার যদি “জেলা আইটি উদ্যোক্তা” সম্পর্কে নেগেটিভ রিভিউ দেয় তবে তা চুক্তি বাতিলের কারণ হিসাবে গণ্য হতে পারে।

৪. “জেলা আইটি উদ্যোক্তা” ব্যবসায়িক শর্ত ভঙ্গ করার কারণে বা মিথ্যা প্রতিশ্রুতি করার কারণে যদি কোন কাস্টমারের অধিকার ক্ষুন্ন হয় এবং এর ফলে কোয়ালিটি আইটি ক্রিয়েশন এর সুনাম এবং ব্যবসায়ে যদি কোন ক্ষতি হয় তাহলে তার সম্পূর্ন দ্বায়ভার “জেলা আইটি উদ্যোক্তা” এর উপর বর্তাবে, এবং ক্ষতিপুরন দিতে হবে। পরিস্থিতি স্বাপেক্ষে কোয়ালিটি আইটি ক্রিয়েশন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং “জেলা আইটি উদ্যোক্তা” এর সাথে চুক্তি বাতিল করতে পারবেন।

নুন্যতম SSC পাশ না থাকে তাহলে আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

২. আবেদনকারীর যদি অন্য সফটওয়্যার/ আইটি ব্যবসায়ের বাজড়িত থাকেন, তবে আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

৩. কোন বে-আইনি ব্যবসায়ের সাথে জড়িত/কোন ফৌজদারি মামলার আসামী/ ঋণখেলাপী কোন ব্যাক্তিকে আবেদন না করতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনের জন্য উপরের আবেদন করুন বাটনে ক্লিক করে ফরম টি ফিলাপ করুন। অথবা আপনার জেলার নাম/আপনার নাম লিখে মেসেজ করুন। 01830455709 নম্বরে। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আবেন প্রক্রিয়া সম্পূর্ন করবেন। এর পর ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে পরবর্তি স্টেপ এ আপনাকে করনিয়/ দায়িত্ব চুড়ান্ত করন করা হবে।

Cart

No products in the cart.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare